তৈরি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের মামলার ডাটাবেজ

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়কে বিবাদী করে দায়ের করা মামলা ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রণালয়ের আইন বিভাগ মুজিববর্ষেই এই উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু করেছে। শুরুতে বিশেষ গুরুত্বপূর্ণ মামলাগুলো চিহ্নিত করে ডাটাবেজের অন্তর্ভুক্ত করা হবে। পরে সেসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আইনি লড়াই চালানো হবে বলে জানান সংশ্লিষ্টরা।
ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, এই পর্যন্ত ভূমি মন্ত্রণালয়কে বিবাদী করে দায়ের করা রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মামলাগুলো চিহ্নিত করা হবে। পরবর্তী সময়ে সব মামলাই এই ডাটাবেজের আওতায় নিয়ে আসা হবে। এজন্য ডাটাবেজ ও সফটওয়্যার তৈরির কাজ চলছে। পার্বত্য চট্টগ্রামের ভূমি ও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনসহ ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত আইনের একটি তালিকাও ইতোমধ্যে তৈরি করা হয়েছে। এসব আইনের কোনোটির জন্য বিধিমালা তৈরিরও কাজ চলছে। সাধারণ মানুষকে দ্রুত সেবা দেওয়ার জন্য ভূমি সংক্রান্ত আইনগুলোর একটি কোড নম্বর প্রকাশ করা হবে। ২০২০ ও ২০২১ সালের মার্চ মাসকে সেবা মাস হিসেবে ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে।