আন্তর্জাতিক

ট্রাম্পের কাছে দুর্গন্ধ লুকাতে ৫০০ কিউসেক পানি ছাড়লো ভারত

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২৪ তারিখ দু-দিনের সফরে ভারতে আসছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দিল্লি ছাড়াও আগ্রা ও অহমদাবাদে যাওয়ার কথা আছে তার। আগ্রায় যমুনা নদীর দুর্গন্ধ মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে লুকাতে ৫০০ কিউসেক পানি সেখানে ছাড়া হল।

বুলন্দশহরের গঙ্গানাহার থেকে এই ৫০০ কিউসেক পানি যমুনায় ছাড়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের আগে যমুনায় দূষণের মাত্রা কিছুটা হলেও কমাতে এই পদক্ষেপ করা হয়েছে। ২০ তারিখ এই পানি মথুরায় পৌঁছবে এবং ২১-এর বিকেলে আগ্রা পৌঁছে যাবে। এমনটাই জানিয়েছে উত্তরপ্রদেশে সেচ দফতরের প্রধান ইঞ্জিনিয়ার ধর্মেন্দর।

এই অতিরিক্ত পানির ফলে যমুনায় অক্সিজেনের মাত্রা কিছুটা বাড়বে এবং দুর্গন্ধ কমবে বলে আশা করছে ভারত সরকার। তবে এতে যমুনার পানি পানযোগ্য মোটেও হবে না বলে সাবধান করেছে উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্যদের ইঞ্জিনিয়ার অরবিন্দ।

Back to top button