জাতীয়

বইয়ের ভারে শিশুদের মেরুদ- বাঁকা হয়ে যাছে -প্রতিমন্ত্রী

টাঙ্গাইল সংবাদদাতা:  প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনশিশুদের অতিরিক্ত চাপ দেওয়ায় কিন্ডারগার্টেন স্কুলের সমালোচনা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, কিন্ডারগার্টেন (কেজি) স্কুলগুলো পাঠ্য বইয়ের পাশাপাশি একগাদা বই শিশুদের ঘাড়ে চাপিয়ে দিছে। ফলে বইয়ের ভারে তাদের মেরুদ- বাঁকা হয়ে যাছে।’

বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরের বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। তাই বর্তমান সরকার শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই বছরের প্রথম দিন দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া সম্ভব হছে।’

বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, মন্ত্রীসভায় এই বিদ্যালয় নিয়ে কথা হয়েছে। সেখানে সবাইকে বলা হয়েছে পর্যায়ক্রমে স্কুলটি ঘুরে দেখতে।’

Back to top button