আন্তর্জাতিক

হঠাৎ ভেঙে পড়লো ভারতীয় বিমান

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল রোববার সকালে প্রশিক্ষণের সময় ভারতীয় নৌ-বাহিনীর মিগ-২৯কে নামের একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভি বলছে, বিমান চালক অক্ষত রয়েছে। এক টুইট বার্তায় ভারতীয় নৌ-সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে।

২০১৯ সালের নভেম্বরে একটি মিগ-২৯কে যুদ্ধবিমান গোয়ার ডাবোলিম থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়েছিল। গত রোববার ভেঙে পড়া বিমানটি নিয়ে নৌ-বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশে উড়ন্ত অবস্থায় পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লাগার ফলে বিমানটির ডান ইঞ্জিনে আগুন ধরে যায়। ব্যর্থ হয় বাম ইঞ্জিনটিও।

সংবাদ সংস্থা পিটিআই জানাছে, গোয়ার ভাস্কোতে অবস্থিত আইএনএস হংস বেস থেকে উড়েছিল বিমানটি। এনডিটিভি জানিয়েছে, বিমানটির দুই চালক সুরক্ষিতভাবে বেরিয়ে আসতে পেরেছেন বিমান থেকে।

নৌ-বাহিনীর টুইটে বলা হয়েছে, গতকাল সকালে ১০.৩০ নাগাদ একটি মিগ ২৯কে বিমান একটি রুটিন প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে গোয়ায়। বিমান চালক অক্ষতভাবে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Back to top button