আন্তর্জাতিক

ভারতে করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের সিদ্ধান্ত প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক: ঘোষণা করেও পিছু হটল ভারত সরকার। করোনায় মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে না বলে জানিয়েছে মোদি সরকার। করোনা ভাইরাসে প্রত্যেক মৃতের আত্মীয়কে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছিল ভারতের মোদি সরকার। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নেওয়া নেয়। ঘোষণায় বলা হয়েছিল, করোনাকে অবহিত বিপর্যয়। সংশ্লিষ্ট রোগে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড বা রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল থেকেই এই ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়। এমনকী যাঁরা করোনার চিকিৎসা খরচও দেয়ার কথা বলা হয়েছিল। তবে কেন এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে তা জানা যায়নি।

করোনায় এ পর্যন্ত গোটা ভারতে ৮৪ জন আক্রান্ত হলেও, মৃত্যু হয়েছে ২ জনের। একজন কর্নাটকে, অপরজন দিল্লিতে।

Back to top button