আন্তর্জাতিক

চীনা সীমান্তে কর্নেলসহ ৩ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখের সীমান্তে গালোয়ান উপাত্যাকায় ভারত ও চীন সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভারতীয় এক কর্নেল ও দুই সেনা সদস্য নিহত হয়েছে। সোমবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে সেনাবাহিনীর বরাতে জানানো হয়েছে, ভারতীয় সেনা সদস্য নিহত হওয়ার পাশাপাশি দুই দেশের সেনা সদস্যরা আহত হয়েছে। সীমান্ত নিয়ে সামরিক পর্যায়ের বৈঠকের কয়েক সপ্তাহ পরে এমন বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটল।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, কয়েক দশক পর পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সেনাসূত্র জানিয়েছে, গুলি ছাড়া যেসব সেনার মৃত্যু হয়েছে, তারা ভারতীয় ভূখণ্ডে শারীরিক লড়াইয়ে নিহত হয়েছে। তাদের শরীরে পাথর ও লাঠির আঘাত রয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বৈঠকে বসে উত্তেজনা নিরসনের চেষ্টা করেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ১৯৬২ ও ১৯৭৫ সালের পর চীন-ভারত সীমান্তে এটি কোনো রক্তাক্ত সংঘর্ষের ঘটনা।

Back to top button