আন্তর্জাতিক

সউদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমান ঘাঁটিতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীগোষ্ঠী সউদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ও সালমান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের ওপর সউদি নেতৃত্বাধীন আরব জোট যে বর্বর ও রক্তক্ষয়ী আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনী।

ইয়েমেনি হুথি সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানায়, সউদি আরবের গভীরে হামলার জন্য তারা ব্যালিস্টিক ও পাখাযুক্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে। জেনারেল সারিয়ি জানায়, রাজধানী রিয়াদের আরো কিছু সামরিক ঘাঁটি ও দক্ষিণাঞ্চলীয় নাজরান এবং জিজান প্রদেশের অনেকগুলো অবস্থানে হামলা চালানো হয়েছে।

জেনারেল সারিয়ি জোর দিয়ে বলেছে, ইয়েমেনের ওপর সউদি আরব যে বর্বর আগ্রাসন চালাচ্ছে এবং অন্যায় অবরোধ দিয়ে রেখেছে তার জবাবে এই হামলা চালানো হয়। সউদি আরবের আগ্রাসন বন্ধ এবং অবরোধ অবসান না হওয়া পর্যন্ত এমন হামলা আরো হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সারিয়ি।

Back to top button