বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে টাকা দেবে এইচএসবিসি ব্যাংক

সফলভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে বাংলাদেশের পাশে থাকবে এইচএসবিসি ব্যাংক। স্যাটেলাইট নির্মান ও সিস্টেম ক্রয়ের জন্য প্রায় ১ হাজার ৪শ কোটি টাকা দেবে ব্যাংকটি। বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা এবং ব্যাংকের মধ্যে চুক্তি হয়।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বক্তারা আবারও আগামী বছরের ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্যাটেলাইট উৎক্ষেপনের আশাবাদ ব্যক্ত করেন।

কৃত্রিম উপগ্রহ আছে, বিশ্বের এমন দেশগুলোর সংক্ষিপ্ত তালিকায় নাম ওঠার অপেক্ষায় আছে বাংলাদেশ। আগামী বছরের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধুর নামে নিজেদের স্যাটেলাইটটি উৎক্ষেপনের সম্ভাব্য দিন ধরে চলছে তোড়জোর।

প্রায় তিন হাজার কোটি টাকার এই প্রকল্পের ১ হাজার ৩শ কোটি টাকার মতো সরকার দিলেও বাকিটার অর্থায়নে এগিয়ে এসেছে এইচএসবিসি ব্যাংক।

উপগ্রহ ও গ্রাউন্ড স্টেশন নির্মাণ এবং সিস্টেম কেনা বাবদ প্রায় ১হাজার ৪ কোটি টাকা দেবে হংকং সাংহাই ব্যাংক।

ঋণ পেতে কিছুটা দেরি হয়েছে স্বীকার করলেও সুদের হিসেবে একে সাফল্য হিসেবেই দেখছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা।

সফলভাবে স্থাপিত হলে কৃত্রিম উপগ্রহের মালিক দেশগুলোর এলিট ক্লাবে যুক্ত হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভবান হবে বাংলাদেশ।