আইন-আদালত

এইচডিএফ অ্যাপারেলসের সাবেক সিইও রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় এইচডিএফ অ্যাপারেলসের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জহিরুল ইসলাম অমিতের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া শুনানি শেষ এ রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (২৮ জুলাই) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। উত্তরা থানায় করা প্রতারণার মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বালিত চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, এইচডিএফ অ্যাপারেলসের প্রধান নির্বাহী থাকাকালীন বিভিন্ন সময়ে প্রতারণার মাধ্যমে প্রায় দুই কোটি ৬৬ লাখ ২১ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করেন জহিরুল ইসলাম। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে রাজধানীর উত্তরা থানায় মামলাটি করেন।

এ মামলার পর উত্তরা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

Back to top button