স্বাস্থ্য

মাস্ক পরায় সাবধান, চিকিৎসকদের সতর্কবার্তা

নিউজ ডেস্ক: নিয়মিত মাস্ক ব্যবহার করতে করতে মুখের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের ডেন্টিস্টরা।

বিশেষজ্ঞারা জানিয়েছেন, মাস্কের ব্যবহার বাড়তে থাকার দিনগুলোতে অনেক মানুষের মাড়িতে প্রদাহ হওয়ার পাশাপাশি নিশ্বাসে দুর্গন্ধ হচ্ছে।

ওয়ান ম্যানহাটন ডেন্টালের সহপ্রতিষ্ঠাতা ডা. রব রামন্ডিকে উদ্ধৃত করে দ্য সান জানিয়েছে, গত কয়েক মাসে তার কাছে আসা ৫০ শতাংশ রোগীই মাস্কের কারণে সমস্যায় পড়েছেন।

‘মাড়িতে আমরা প্রদাহ দেখতে পাচ্ছি। অনেকের দাঁতে আবার গর্ত হচ্ছে, যা আগে তাদের কোনোদিন ছিল না।’

মার্ক স্ক্লাফান নামের আরেক চিকিৎসক বলেছে, ‘মাস্ক ব্যবহারে নাকের চেয়ে মুখ দিয়ে বেশি শ্বাস নেয়ার কারণে এই সমস্যা হচ্ছে।’
‘এর ফলে মুখ শুকিয়ে যেতে পারে, তখন কমে যাবে লালা। এই লালা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে আপনার দাঁত পরিষ্কার রাখে।’

‘মুখে মাস্ক থাকার কারণে মানুষ এই সময়ে কম পানি পান করছে। এর ফলে পানিশূন্যতা দেখা দিতে পারে।’

Back to top button