আন্তর্জাতিক
বাংলাদেশের সমর্থন চায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: আগামী নভেম্বরে হতে যাচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন -আইপিইউ’র প্রেসিডেন্ট পদে নির্বাচন। এবার বৈশ্বিক আন্তঃসংসদীয় ওই ফোরামে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন পাকিস্তান সিনেটের চেয়ারম্যান সিনেটর মুহাম্মদ সাদিক সানজরানি। তার পক্ষে সমর্থন চেয়ে বাংলাদেশকে চিঠি লিখেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মাহমুদ কোরেশী।
সংস্থাটির বর্তমান প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলা কিউভাস ব্যারন। তিনি মেক্সিকোর পার্লামেন্টের সিনেটর। এর আগে এই পদে দায়িত্বে ছিলেন বাংলাদেশের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত মাসের শেষ দিকে (২৭ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা চিঠিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মাহমুদ কোরেশী বলেছে, ‘দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও বহুপক্ষীয় ক্ষেত্রে সহযোগিতার সম্পর্কের ভিত্তিতে পাকিস্তান আশা করে, আইপিইউ’র প্রেসিডেন্ট পদে ইসলামাবাদের মনোনীত প্রার্থী মুহাম্মদ সাদিক সানজরানিকে বাংলাদেশ সমর্থন দেবে।’
বাংলাদেশকে দেয়া ওই চিঠিতে তিনি উল্লেখ করেছে, পাকিস্তান সংসদের উভয় কক্ষই আইপিইউ’র প্রেসিডেন্ট পদে সিনেটর মুহাম্মদ সাদিক সানজরানিকে মনোনয়ন দিয়েছে।
আগামী ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর আইপিইউ’র পরিচালনা পর্ষদের ২০৬তম সেশনের সভা (ভার্চুয়াল সভা) অনুষ্ঠিত হবে। এই সভা থেকে আইপিইউ’র প্রেসিডেন্ট পদে ভোট হবে।