অন্যরকম

রং বদলায় যে পানিপ্রপাত

অনলাইন ডেস্ক: আমরা জানি, পানির কোনো রং থাকে না। এও জানি, পৃথিবীর সব পাহাড়ি অঞ্চলেই কমবেশি পানিপ্রপাত রয়েছে। তবে এবার ব্যতিক্রম এক পানিপ্রপাতের সন্ধান পাওয়া গেছে কানাডায়।

বছরের অন্যান্য সময় স্বাভাবিক থাকলেও বর্ষা এলেই পানির রং হচ্ছে যায় গোলাপি। এই আশ্চর্যজনক পানিপ্রপাতের অবস্থান কানাডার আলবের্তা প্রদেশে। সেখানকার ওয়াটারটন লেকস ন্যাশনাল পার্কে রয়েছে ক্যামেরন নামের এই পানিপ্রপাত। প্রকৃতির এমন আশ্চর্যজনক রহস্য ভেদ করতে পারেনি মানুষ। আবার এর বৈজ্ঞানিক ব্যাখ্যা জানার পরও অবাক হতে হয় আমাদের।

এমনিতে দেখতে সাধারণ পানিপ্রপাতের মতো হলেও এর রয়েছে এক বিশেষ আকর্ষণ। বছরের অন্য সময়ে এ পানিপ্রপাত ও তার সংলগ্ন হ্রদের পানি দেখতে খুবই সুন্দর। কিন্তু বর্ষার সময়ে এখানেই দেখা যায় প্রকৃতির পরিবর্তন।

সেই সময়ে এ পানিপ্রপাতের রং গোলাপি হয়। এমনকি দিনের আলোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে হ্রদের পানি কখনও হচ্ছে যায় টুকটুকে লাল, কখনও বা গাঢ় কমলা। ভূতত্ত্ববিদদের মতে, ক্যামেরন পানিপ্রপাতের আশপাশে অ্যাগ্রোলাইট নামে এক ধরনের পলিমাটি আছে। বর্ষার সময় এ মাটি পানির সঙ্গে মিশলে তা গোলাপি রং ধারণ করে।

Back to top button