আন্তর্জাতিক

আবার তিন সপ্তাহের জন্য লকডাউন ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত বাড়তে থাকায় দ্বিতীয় দফায় তিন সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করেছে ইসরায়েল সরকার। আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে এটি শুরু হবে। এদিন থেকে ইহুদিদের নববর্ষ উৎসব ‘রশ হাশানাহ’ শুরু। এ উৎসব চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

৯০ লাখ মানুষের দেশ ইসরায়েলে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক গড়ে তিন হাজার করে করোনাভাইরাস আক্রান্ত নতুন রোগী শনাক্ত হচ্ছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) টেলিভিশনে দেয়া এক ভাষণে নেতানিয়াহু বলেছে, দেশে করোনা শনাক্তের হার বেড়েছে। সম্প্রতি প্রতিদিন ৪ হাজার করে করোনা রোগী শনাক্ত হচ্ছে। এ কারণে স্কুল-কলেজ ও শপিং সেন্টার বন্ধসহ বেশ কয়েকটি নির্দেশনা দিয়ে তিন সপ্তাহের জন্য লকডাউন করা হবে।

এদিকে দ্বিতীয় দফা লকডাউন আরোপের প্রতিবাদে পদত্যাগ করেছে দেশটির আবাসনমন্ত্রী ইয়াকোভ লিৎজমান।

করোনার কারণে গত মার্চের শেষ থেকে মে মাসের শুরু পর্যন্ত প্রথম দফা লকডাউন ছিল ইসরায়েল। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৫৫ হাজার ৬০৪ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এতে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১১৯ জনের।

Back to top button