অন্যরকম

আট চোখের মাকড়সা নিয়ে তোলপাড়

অনলাইন ডেস্ক: সম্প্রতি অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসে নতুন প্রজাতির অদ্ভূত এক মাকড়সার দেখা মিলেছে। একত্রে অনেকগুলো মাকড়সা রেখে দিলে একটি মাকড়সা আরেকটি মাকড়সাকে খেয়ে ফেলে। সবথেকে অদ্ভুত হল এই মাকড়সার চোখ। এদের নীল রঙের আটটি চোখ আছে।

জানা গেছে, স্থানীয় এক বাড়িতে লুকিয়ে ছিলো এই মাকড়সাগুলো। সব সময় এদের দেখা পাওয়া যায়না। মাকড়সাটি নিয়ে তোলপাড় হওয়ায় এটি নিয়ে বিস্তর গবেষণা শুরু করেছে গবেষকরা।

Back to top button