রাজনীতি

সংবাদ সম্মেলন ডেকেছেন সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ এনে কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন করবেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

সালাউদ্দিনের মিডিয়া সমন্বয়কারী মাহমুদ হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিকেল সাড়ে ৫টায় যাত্রাবাড়ীতে সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া, ভোটার আসতে না দেয়া সর্বোপরি একটি ভোটারবিহীন নির্বাচনের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে সকালে ৯৫ ভাগ কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয় বলে অভিযোগ করেন সালাহউদ্দিন আহমেদ।

সকাল পৌনে ১০টায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল ও কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে আজ পর্যন্ত কোনো নির্বাচন করতে পারেনি। তাই আজকের নির্বাচনও সুষ্ঠু হবে না বলেই আমি মনে করি। বেশিরভাগ কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়েছে। এ জন্য ৯০ থেকে ৯৫ ভাগ কেন্দ্রে আমাদের এজেন্ট নেই।

উল্লেখ্য, গত ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন শূন্য হয়। ঢাকা-৫ আসনে আরও চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন- গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূইঁয়া, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান (সুমন মাস্টার)।

Back to top button