অন্যরকমপাঁচমিশালি

প্রথম রোবটিক রান্নাঘর

নিউজ ডেস্ক: আমরা অনেক সময়ই মনে মনে ভাবি ইশ, কেউ যদি রান্নাটা করে দিত, রান্না শেষে রান্না ঘরটাও পরিষ্কার করে দিত। রান্নার ঝামেলা এড়াতে অনেকে এক্ষেত্রে খাবার ডেলিভারি সার্ভিস বেছে নেন। তবে মনের সেই গোপন বাসনা এবার বাস্তব হয়ে উঠতে পারে। ব্রিটিশ প্রতিষ্ঠানটি দাবি করেছে, তারা বিশ্বের প্রথম রোবটিক রান্নাঘর তৈরি করেছে। আধুনিক এ রান্নাঘরের সঙ্গে সংযুক্ত রয়েছে একটি রোবট, যা একটি বাটন চাপ দেওয়া মাত্রই খাবার প্রস্তুত করতে পারে।

রান্না করার সময় মানুষ যেভাবে হাত নাড়াচাড়া করে, সেই সেভাবেই হাত নাড়িয়ে রান্না করতে পারে দুই বাহু বিশিষ্ট এ রোবট। রোবটিক রান্নাঘরের রোবটটি স্মার্ট ফ্রিজ থেকে রান্নার উপাদান নিয়ে খাবার রান্না করে দেবে। এছাড়া এটি চুলার তাপমাত্রা সামঞ্জস্য করতে পারে, রান্নার জন্য বেসিন থেকে পাতিলে প্রয়োজন অনুযায়ী পানি নিতে পারে, খাবারের উপাদানগুলো মিক্স করা এবং প্লেটে খাবার সাজাতেও পারে। এমনকি এ রান্নাঘরে ময়লা জমে থাকবে না, খাবারের উচ্ছিষ্ট অংশ শনাক্ত করে তা স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করতে পারে রোবটটি। মলে রোবটিক্স দাবি করেছে যে, তাদের এ সিস্টেমটি কোনো মেশিনের মতো রান্না করে না। এটি মানুষের মতো গতিতে রান্নায় দক্ষতা অর্জন করেছে। অভিনব এ সিস্টেমটি আপাতত ৩০ ধরনের খাবার তৈরি করতে পারে। তবে এতে নতুন নতুন খাবার যুক্ত করার অপশন রয়েছে।

Back to top button