অন্যরকমপাঁচমিশালি

জঙ্গলের সব গাছ পাথরের!

নিউজ ডেস্ক: চীনের ইউনান প্রদেশের ৫০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই প্রস্তর অরণ্য। দূর থেকে দেখলে মনে হবে ঘন বন। তবে এ বনের রং কিন্তু সবুজ নয় কালো। জঙ্গলের পাথর গাছগুলো আবার ডালপালাও ছড়িয়ে রয়েছে দেখতে গাছের মতোই মাটি ভেদ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সারি সারি পাথর।

চুনাপাথরের গাছগুলোর সঙ্গে এই জঙ্গলে পানিপ্রপাত, দুটি বিশাল হ্রদ, প্রাকৃতিক গুহাও রয়েছে। ২৭ কোটি বছরেরও বেশি প্রাচীন বলে জানা গেছে এই পাথর বনের বয়স।

তবে ভূবিজ্ঞানীদের মতে, এখানে গভীর নিরাশয় ছিল এখানে নিরাশয়ের নীচে নিমজ্জিত ছিল এই পাথরগুলো। এক সময় পানির স্তর নামতে শুরু করলে জঙ্গলের মতো পাথরগুলো মাথাচাড়া দিয়ে ওঠে।

Back to top button