আন্তর্জাতিক

তুরস্কে ৯৯ টন স্বর্ণ আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: বিরাট একটি স্বর্ণের মজুদ আবিষ্কার হয়েছে তুরস্কে। এতে সাড়ে ৩ মিলিয়ন আউন্স বা ৯৯ টন স্বর্ণের মজুদ রয়েছে বলে জানা গেছে। যার বাজার মূল্য ধরা হয়েছে ৬০০ কোটি ডলার।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলের সোগাট শহরে এই স্বর্ণের ভাণ্ডার পাওয়া গেছে। বিষয়টি জানিয়েছেন তুরস্কের এগ্রিকালচারাল ক্রেডিট কো-অপারেটিভ এবং গুব্রেটাস ফার্টিলাইজার প্রোডাক্টশন ফার্মের প্রধান ফাহরেত্তিন পয়রাজ।

আনাদলুকে তিনি বলেন, ‘আমরা প্রাপ্ত স্বর্ণের মূল্য ৬০০ কোটি ডলারের কাছাকাছি ধরছি।’

ফাহরেত্তিন পয়রাজ বলেন, আগামী দুই বছরের মধ্যে আমরা স্বর্ণ উত্তোলন শুরু করব এবং তুরস্কের অর্থনীতিতে এর প্রভাব পড়বে।

আনাদলু বলছে, স্বর্ণ প্রাপ্তির এই খবরে গুব্রেটাসের শেয়ার ১০ শতাংশ বেড়ে গেছে।

পয়রাজ বলেন, ২০১৯ সালে আদালতের এক রায়ে অন্য একটি কোম্পানির কাছ থেকে ওই সাইটটির মালিকানা পায় গুব্রেটাস। এখন গুব্রেটাস নিজের মতো করে প্রাপ্ত স্বর্ণ প্রক্রিয়াজাত করবে।

এর আগে সেপ্টেম্বর মাসে তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী ফাতিন ডনমেজ বলেন, গত বছর ৩৮ টন স্বর্ণ উৎপাদন করে রেকর্ড করেছে তুরস্ক। আগামী পাঁচ বছর আমাদের টার্গেট হলো- প্রতি বছর ১০০ টন করে স্বর্ণ উৎপাদন করা।

Back to top button