দেশের সব স্তরের শিক্ষার্থীরা সংকটে -মেনন

নিজস্ব প্রতিবেদক: দেশের সব স্তরের শিক্ষার্থীরা সংকটে পড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন।

সোমবার আশুলিয়ার বাইপাইলে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রমৈত্রীর ঢাকা জেলার অষ্টম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, দেশের সব স্তরের শিক্ষার্থীরা সংকটে পড়েছে। সরকার দূরভাষণে প্রথমিক ও মাধ্যমিক স্তরে লেখাপড়া চালিয়ে যাওয়ার ব্যবস্থা করলেও সবার কাছে বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা এই সুবিধা গ্রহণ করতে পারছে না। অন্যদিকে উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিস্থিতি আরও করুণ। অনলাইনে ক্লাস ও পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে গ্রাম এবং মফস্বলের শিক্ষার্থীরাও বিপাকে পড়েছে।

তিনি আরও বলেন, একটা হিসাব বলছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে যে ক্লাস নিচ্ছে তাতে চল্লিশ শতাংশ শিক্ষার্থী ইন্টারনেট ও স্মার্ট ফোন না থাকার কারণে অংশ নিতে পারছে না। স্বাভাবিক শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল ডিভাইড তৈরি হয়েছে। এই অবস্থা দূর করে কোভিড উত্তরকালে শিক্ষার্থীরা যেন এই বৈষম্য অতিক্রম করতে পারে তার জন্য ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।