পাঁচমিশালি

মাত্র ৬ ফুট উচ্চতার জিরাফ!

নিউজ ডেস্ক: জিরাফকে বলা হয় পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী। একটি পূর্ণবয়স্ক জিরাফ সাধারণত ১৪ থেকে ১৯ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। জন্মের সময়ই এদের উচ্চতা হয় ৬ ফুট আর ওজন থাকে গড়ে ৬৮ কেজির মত। তবে প্রথমবারের মতো কম আকৃতির জিরাফের খোঁজ পেয়েছে বিজ্ঞানীরা। মানুষের মধ্যে খর্বাকার দেখা মিললেও এই প্রথম জিরাফের মধ্যেও এটি দেখা গেল।

বিজ্ঞানীরা জানিয়েছে, আফ্রিকা মহাদেশের নামিবিয়া ও উগান্ডায় দুটি ‘খর্বাকার জিরাফের’ সন্ধান পাওয়া গেছে। সাধারণ জিরাফের পালের মধ্যেই এই দুটি পুরুষ ‘খর্বাকার জিরাফ’ রয়েছে। একই বয়সের সাধারণ জিরাফের চেয়ে এই জিরাফ দুটির পা অনেক ছোট। বিজ্ঞানীরা আফ্রিকাজুড়ে বিভিন্ন এলাকায় থাকা জিরাফের সংখ্যা বের করতে ফটোগ্রাফিক জরিপ করছিলো। সেই জরিপ করতে গিয়েই এই জিরাফ দুটি চিহ্নিত করে তারা।

Back to top button