অন্যরকমপাঁচমিশালি

১৮০ কোটি উদ্ভিদ সাহারা মরুভূমিতে!

নিউজ ডেস্ক: সাহারায় শিহরণই বটে! ধূ-ধূ মরুপ্রান্তরে পাওয়া গেল গাছের খোঁজ। স্যাটেলাইট মারফত পাওয়া ছবি থেকে বোঝা গেল একটা দুটো নয়, ১৮০ কোটি গাছ রয়েছে পশ্চিম আফ্রিকার এই মরুভূমিতে।

গবেষক দলের নেতৃত্বে থাকা মার্টিন ব্র্যান্ড এএফপি-কে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছে যে স্বাভাবিক ভাবেই তারা খুবই আশ্চর্য হয়েছে! সাহারায় যে এত গাছ জন্মায়, তা না কি তারা জানতোই না এত দিন! উদ্ভিদশূন্য একেবারে রুক্ষ অংশও নেহাত কম নেই মরুভূমিতে, কিন্তু চমৎকার বিষয় হল বালির নিচেও গাছ জন্মাচ্ছে।

বিশাল মরুভূমিতে সবুজের খোঁজ করে হিসাব রাখা খুব সহজ কাজ নয়, স্যাটেলাইটের পক্ষেও গাছের সংখ্যা বাড়া-কমা মাপতে যথেষ্ট কসরত করতে হয়। ফলে প্রায় অসম্ভব এই কাজটি সম্ভব করতে রীতিমতো বেগ পেতে হয়েছে গোটা গবেষক দলকে। ৯০০০০ গাছ আলাদা আলাদা করে খুঁজে চিহ্নিত করে বের করা হয়েছে।

Back to top button