জাতীয়

কৃষির উন্নতি না হলে মানুষের আয় বাড়বে না -কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশ যত উন্নতই হোক কৃষির যদি উন্নতি না হয় তাহলে মানুষের জীবিকার উৎস ও আয় বাড়বে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। রোববার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ জানান।

কৃষিমন্ত্রী বলেন, দেশের ৬০-৭০% মানুষ যারা গ্রামে বাস করে তাদের আয় মূলত কৃষির ওপরই নির্ভর করে। তাদের আয় না বাড়লে স্থানীয় বাজার উন্নত হবে না। আর স্থানীয় বাজার উন্নত না হলে শিল্প-কারখানার প্রসার লাভ করবে না। ফলে বিদেশি বিনিয়োগও সেভাবে আসবে না। কারণ বিদেশি বিনিয়োগকারীরা যেখানে বিনিয়োগ করে বা যে পণ্যটি উৎপাদন করবে, তা স্থানীয় বাজারে বিক্রি করতে পারবে কিনা সেটি আগে বিবেচনা করে। সেজন্য শুধু রপ্তানি নির্ভর পণ্যের জন্য তারা বিনিয়োগে উৎসাহিত হয় না।

কর্মকর্তাদের উদ্দেশ্যে আব্দুর রাজ্জাক বলেন, আমাদের দায়িত্ব হলো কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা। এ কাজে আমাদের সফল হতে হবে। দেশের সব জনগোষ্ঠীর জন্য মূল খাদ্য চাল উৎপাদন করতে হবে। এর সঙ্গে পুষ্টি নিরাপত্তার জন্য দুধ, গোশত, ডিম, মাছ প্রভৃতি উৎপাদনের জন্য পোল্ট্রি, ডেইরি ও ফিস ফার্ম করতে হচ্ছে। ফিডের জন্য ভুট্টার চাষ হচ্ছে।

Back to top button