জাতীয়

ফেনীতে জেলি মেশানো ২০০ কেজি চিংড়ি জব্দ

ফেনী সংবাদদাতা: ফেনীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ক্ষতিকারক জেলি মেশানো প্রায় ২০০ কেজি চিংড়ি জব্দ করেছে। এ সময় চারটি মাছের আড়ৎকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ও উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের নেতৃত্বে ফেনী শহরের বড় বাজার ও হকার্স মার্কেটে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মানবদেহের জন্য ক্ষতিকারক জেলি মেশানো চিংড়ি মজুদ রাখার অপরাধে ফেনী শহরের বড় বাজারের মুহম্মদ আলীর আড়ৎ থেকে ৩৫ কেজি চিংড়ি জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। হৃদয় মৎস্য আড়ৎ থেকে ৫৬ কেজি চিংড়ি জব্দ ও ৮ হাজার টাকা জরিমানা, জাফরের আড়ৎ থেকে ৩৬ কেজি চিংড়ি ও ৫ হাজার টাকা জরিমানা, হকার্স মার্কেটে শাকিলের আড়ৎ থেকে ৩৫ কেজি চিংড়ি জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

Back to top button