অন্যরকমপাঁচমিশালি

হরিণের ওজন ৪ পাউন্ড!

নিউজ ডেস্ক: যেখানে একটি সাধারণ হরিণের ওজন হয় ৩০০ পাউন্ড এবং হরিণীর ওজন হয় ১২৫ পাউন্ড। সেখানেই মাত্র ৪ পাউন্ড ওজনের এক হরিণের দেখা মিলল। হুবহু ইঁদুরের মতো দেখতে হরিণকে অনেকেই ভুলবশত ইঁদুরই মনে করতে পারে। কিন্তু এর সারা গায়ে শুধু কমলা এবং খয়েরি রঙ। এদের শিংও নেই।

বিরলতম এই ‘ট্র্যাগুলিডে’ প্রজাতির হরিণকে ‘জাভা-মুজ’ হরিণও বলে অনেকে। সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ায় এই ধরনের হরিণ খুঁজে পাওয়া যায়। ট্রপিক্যাল অঞ্চলে কিংবা গভীর জঙ্গলে পানির কাছাকাছি এদের দেখা যায়। গণনা করে দেখে গেছে, এই মুহূর্তে ইউরোপে ৪৩টি ‘জাভা-মুজ’ হরিণ রয়েছে। কিন্তু চোরাশিকারিদের কারণে, এরা প্রায় বিলুপ্তির পথে।

জানা যায়, দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ কখনও এই হরিণের গোশত খায়। আবার পোষ্য হিসেবেও ঘরে রাখে। অ্যানিম্যাল ডাইভার্সিটি জানাচ্ছে, এই প্রজাতির হরিণ সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

Back to top button