জাতীয়

আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি চক্রের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আমদানি নিষিদ্ধ বিভিন্ন কোম্পানির বিদেশি ওষুধ সংগ্রহ করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে তিন লাখ টাকার আমদানি নিষিদ্ধ অবৈধ বিদেশি ওষুধ জব্দ করে র‌্যাব।

সোমবার এসব তথ্য জানান র‌্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজাউল করিম।

তিনি বলেন, পুরান ঢাকার সোয়ারীঘাট বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশনের সামনে গত রোববার (২ মে) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ অবৈধ বিদেশি ওষুধ বিক্রির অভিযোগে সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য জাকির হোসেনকে (৫৬) গ্রেফাতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩২ পিস আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।’

এই কর্মকর্তা বলেন, গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, কোতোয়ালি থানার আমির মেডিসিন মার্কেটে মা মেডিকেল হল নামে তার দোকান রয়েছে। সেখানে আরও আমদানি নিষিদ্ধ বিদেশি ওষুধ বিক্রির জন্য মজুত রেখেছে জাকির।’

তিনি বলেন, পরে র‌্যাব-১০ এর অভিযানিক দল গ্রেফতার জাকিরকে সঙ্গে নিয়ে তার দোকানে অভিযান পরিচালনা করে আরও তিন হাজার ২৫ পিস বিদেশি ওষুধ জব্দ করে। এ সময় একটি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার ২১০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত বিদেশি ওষুধের বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।’

সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজাউল করিম আরও বলেন, জাকির একজন সংঘবদ্ধ চোরাকারবারি। বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আমদানি নিষিদ্ধ বিভিন্ন কোম্পানির বিদেশি ওষুধ সংগ্রহ করে কেনাবেচা করতো সে।’

Back to top button