আন্তর্জাতিক

ইউরোপে চলমান লকডাউন শিথিলের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপজুড়ে টিকা কার্যক্রমে গতি আসায় বিভিন্ন দেশে আরোপিত বিধিনিষেধে শিথিলতা আনার ঘোষণা দিয়েছে সেসব দেশের সরকার। এরই ধারাবাহিকতায়, এবার বিধিনিষেধে বড় ধরনের শিথিলতা আনতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

ইউরোপীয় কমিশন জানায়, আগামী মাস থেকেই দুই ডোজ টিকা গ্রহণকারীদের ক্ষেত্রে ইইউভুক্ত ২৭টি দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা ভাবছে জোট।

কমিশনের মুখপাত্র জানান, দুই ডোজ টিকা নেয়ার ১৪দিন পর ইইউ’র বাইরে যেকোন দেশের নাগরিক জোটভুক্ত দেশগুলোতে অনায়াসে ভ্রমণ করতে পারবেন। তবে, সিদ্ধান্তটি চূড়ান্ত হতে প্রয়োজন ইইউভুক্ত ২৭ দেশের সম্মতি। কমিশনের এমন ভাবনায় খুশি জার্মানির সাধারণ নাগরিকরা।

জার্মানির এক নাগরিক বলেন, আমি মনে করি শুধু জার্মানি নয়, দুই ডোজ টিকা নিয়েছেন এমন যে কারোরই সমান অধিকার আছে যেকোন দেশ ভ্রমণে যাওয়ার। শুধু ইউরোপের সবাই ভ্রমণে যেতে পারবে কিন্তু বাকিরা পারবেনা এমনটা হতে পারে না।

এদিকে, জার্মানিতেও গেল কয়েকদিনে করোনা পরিস্থিতির উন্নতির পাশাপাশি গতি এসেছে টিকা কার্যক্রমেও। কেবল ১ দিনেই দশ লাখের বেশি মানুষকে টিকার আওতায় এনেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর।

জার্মানের এক স্থায়ী বাসিন্দা বলেন, আমরা হাসপাতালে কর্মরত আছি, করোনার দুই ডোজ টিকাও পেয়েছি। আর তাই আমি মনে করি দুই ডোজ টিকা নেয়া নাগরিকদের আরো বেশি করে ভ্রমণের সুযোগ দেয়া উচিৎ। মানুষ কতদিন আর ঘরবন্দি থাকবে বলুন।

তবে পুরানো কিংবা নতুন রুপ পাওয়া করোনার সংক্রমণ শূন্যের কোঠায় না নামা পর্যন্ত বিধিনিষেধে শিথিলতার আভাস, হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

Back to top button