আইন-আদালত

বিমানের টয়লেটে ১০৮ কেজি স্বর্ণ : আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বিমানের টয়লেট থেকে ১০৮ কেজি স্বর্ণ জব্দের ঘটনায় করা মামলার আসামি ইকরামুল হককে দুই দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের দেয়া জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৭ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

২০১৪ সালের ২৬ মার্চ শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১০৮ কেজি ওজনের ৯০৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এই ঘটনায় তদন্তকালে একই বছরের ১২ জুন স্বর্ণ চোরাচালান দলের সদস্য ইকরামুল হকসহ তিনজনকে ১৩ পিস স্বর্ণসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর ২০১৫ সালের জুন মাসে ইকরামুল জামনি পান। পরে ২০২০ সালের ১২ অক্টোবর নিম্নআদালত তার জামিন বাতিল করেন। এরপর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। হাইকোর্ট তাকে জামিন দিলে তিনি কারাগার থেকে মুক্তি পান। এ অবস্থায় রাষ্ট্রপক্ষ তার জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে আবেদন করে।

Back to top button