‘বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করলে জায়গা আদালতের বারান্দা’


ময়মনসিংহ: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে যারা কটাক্ষ করবে তাদের জায়গা হয় পাগলা পারদ নয় আদালতের বারান্দা।”

রোববার দুপুরে ময়মনসিংহের টাউন হল মাঠে জেলা জাসদের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রধান বাঁধা আগুন সন্ত্রাসী খালেদা জিয়া, বিএনপি-জামায়াত। এদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। ১৯ সালেই জাতীয় নির্বাচন হবে। আগুন সন্ত্রাসীরা আসবে কি আসবে না তা নিয়ে মায়াকান্না করে লাভ নেই।”

হাসানুল হক ইনু বলেন, “স্বাধীনতা বিরোধী ও জঙ্গিবাদের মদদদাতা আগুন সন্ত্রাসী খালেদা জিয়ার সাথে কোনো আপোষ হবে না।”

ইনু বলেন, “যারা এদেশকে এখনো মেনে নিতে পারেনি, এদেশে বসবাস করেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, লাখো শহীদের রক্তেভেজা এদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায়, তাদের সাথে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কোনো আপোষ হতে পারে না।”

এ সময় বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় নেতা শরীফ নুরুল আম্বিয়া, শিরিন আক্তার, নাজমুল হক প্রধান এমপি, লুৎফা তাহের এমপি, আফরোজা হক রীনা, শওকত রায়হান, ওবায়দুর রহমান চুন্নু, মোখলেছুর রহমান মুক্তাদির, দেলোয়ার হোসেন নয়ন, জেলা জাসদ নেতা অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট সাদিক হোসেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।