আন্তর্জাতিক

আবারও মুসলিমবিদ্বেষী মন্তব্য আসামের মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: জন বিস্ফোরণ এবং জমি দখলের দায় কার্যত ‘অনুপ্রবেশকারী’ মুসলমানদের ঘাড়েই চাপালো আসামের নতুন হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত। সে বলেছে, অনুপ্রবেশকারী’ মুসলিমরা যদি পরিকল্পনা করে পরিবার গড়েন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে আরও সচেতন হন, তা হলে জমি বেদখল হওয়ার সামাজিক সমস্যাগুলি মিটবে।
আসামের মুসলিমদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বিজেপি সরকার। যার জেরে বহু মানুষই ঘর ছাড়া এবং তাদের অধিকাংশই মুসলিম। গুয়াহাটিতে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলে, জন বিস্ফোরণ যে হারে ঘটছে, তাতে একদিন কামাখ্যা মন্দিরও বেদখল হয়ে যাবে। হয়তো একদিন আমার বাড়িতেও ওরা ঢুকে পড়বে।’ আসামে মোট জনসংখ্যার প্রায় ৩১ শতাংশ মানুষ ‘অনুপ্রবেশকারী’ মুসলিম বলে দাবি করে রাজ্য সরকার। সে রাজ্যে ১২১টি বিধানসভার মধ্যে অন্তত ৩৫ বিধানসভায় তারা নির্ণায়ক গোষ্ঠী।

Back to top button