অন্যরকমপাঁচমিশালি

২৪ হাজার বছর ধরে টিকে থাকা প্রাণী!

নিউজ ডেস্ক: উত্তর মেরুর জমাট বাঁধা বরফে ২৪ হাজার বছর ধরে ঘুমিয়ে থাকার পর আবার জেগে উঠেছে একটি আণুবীক্ষণিক প্রাণী। এর নাম ডেলোইড রোটিফার্স। এ প্রাণী মূলত পানির পরিবেশে বাস করে এবং এর বেঁচে থাকার অবিশ্বাস্য ক্ষমতা আছে। রাশিয়ার বিজ্ঞানীরা সার্বিয়ার পার্মাফ্রস্ট (ভূগর্ভস্থ হিমায়িত অঞ্চল) খনন করে হিমায়িত মাটির কোর থেকে এই প্রাণীর সন্ধান পায়।

রোটিফার্স হিমায়িত অবস্থায় ১০ বছরের বেশি সময় টিকে থাকতে পারে। নতুন গবেষণায় রাশিয়ার গবেষকেরা রেডিওকার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে দেখেছে, পার্মাফ্রস্ট থেকে বের করে আনা আণুবীক্ষণিক প্রাণীগুলো ২৪ হাজার বছরের পুরোনো।

অবশ্য পুরোপুরি হিমায়িত আবাসস্থল থেকে কোনো প্রাচীন প্রাণীর সন্ধান পাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে হাজার বছরের পুরোনো নমুনা থেকে অ্যান্টার্কটিক মস সফলভাবে জন্মানো গেছে। এ ছাড়া সার্বিয়া থেকে ৩০ হাজার বছরের পুরোনো নেমাটোড পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

Back to top button