স্বাস্থ্য

আমলকীর জুস খেলে কী হবে?

আন্তর্জাতিক ডেস্ক: আমলকীর জুসকে বলা হয় স্বাস্থ্যের টনিক। ত্বকের সুস্বাস্থ্যের কথা চিন্তা করলে এর চেয়ে সস্তা কিছু আর হতে পারে না। চলুন জেনে নেওয়া যাক, কেন খাবেন আমলকির জুস-

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এ পানীয় নিয়মিত পান করলে ত্বকের তারুণ্য টিকে থাকবে বহুদিন। স্কালি কিংবা ড্রাই স্কিন মেরামত করতে পারে আমলকীর জুস। প্রাকৃতিক ত্বক উজ্জ্বলকারী উপাদান আছে আমলকীতে। এটি ডার্ক স্পটও দূর করবে। রক্তের দূষিত উপাদান দূর করতেও জুড়ি নেই আমলকী জুসের। যার কারণে ত্বকও থাকবে সুস্থ। সানবার্নের কারণে ত্বকে যে ক্ষতি হয় তা সারাতে পারে এটি। অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান আছে আমলকীতে। নিয়মিত এ জুস পান করলে মুখফোলা রোগও দূর হয়। ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় ত্বকে কোলাজেন কোষ বাড়ে। এতে ত্বক আরও কোমল হবে।

Back to top button