আন্তর্জাতিক

মিশরে ১০ ইখওয়ান নেতার যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক: মিসরের সর্বোচ্চ আপিল আদালতে দেশটিতে নিষিদ্ধ ঘোষিত প্রভাবশালী সংগঠন ইখওয়ানুল মুসলিমীন (মুসলিম ব্রাদারহুড) প্রধান মোহাম্মদ বদিসহ ১০ নেতার যাবজ্জীবন কারাদ-ের শাস্তি বহাল রাখার আদেশ দেয়া হয়েছে।

গত রোববার দেশটির সুপ্রিম কোর্টের কোর্ট অব কেসেইশন এই আদেশ দেন বলেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনায় খবর প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালে কায়রোর এক আদালত মোহাম্মদ বদিসহ এই ১০ নেতার বিরুদ্ধে ২০১১ সালে আরব বসন্তে বিপ্লবের সময় ফিলিস্তিনি হামাস ও লেবাননের হিজবুল্লাহর সহায়তা নিয়ে দেশটিতে জেল ভেঙ্গে বন্দীদের বের করে আনা ও পুলিশ সদস্যদের হত্যার পরিকল্পনার দায়ে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দেয়।
মামলায় অভিযুক্ত মধ্যম সারির ৮ নেতাকর্মীকে মুক্তির আদেশ দেয়া হয়েছে।

Back to top button