পাঁচমিশালি

২৬ কেজির পাঙাশ ৩৯ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীর মোহনায় ২৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। বুধবার (২৮ জুলাই) ভোররাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার পরান হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি সকাল সাড়ে ৭টার দিকে বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত দুলাল চালাকের আড়তে আনলে সেখানে উন্মুক্ত নিলামে মাছটি বিক্রি করা হয়।

সর্বোচ্চ দরদাতা হিসাবে যৌথভাবে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী লালচাঁদ খাঁন, মাসুদ মোল্লা ও মজিবর খাঁন ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৭০০ টাকায় মাছটি কিনে নেন।

মাছটির ক্রেতা লালচাঁদ খাঁন বলেন, পদ্মা নদীর পাঙাশ মাছের প্রচুর চাহিদা থাকায় এর দামও বেশি। মাছটি কিনে লাভের আশায় দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩৯ হাজার টাকায় বিক্রি করি।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন বর্ষা মৌসুম। এ মৌসুমে পদ্মা নদীতে বড় বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মিঠা পানির সুস্বাদু মাছ পাওয়া যাবে।

Back to top button