আন্তর্জাতিক

আলোচনার মাধ্যমে আফগানিস্তানে নতুন সরকার গঠনের আহ্বান নিরাপত্তা পরিষদের

আন্তর্জাতিক ডেস্ক : কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর আফগানিস্তানে আলোচনার মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ আহ্বান জানায়। খবর রয়টার্সের।

নিরাপত্তা পরিষদ জানায়, আলোচনার মাধ্যমে নতুন সরকার হতে হবে ঐক্যবদ্ধ, অন্তর্ভূক্তিমূলক, প্রতিনিধিত্বমূলক এবং যেখানে নারীদের পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ থাকবে।

ওই বৈঠকে আফগানিস্তানে অবিলম্বে সব প্রকার সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানিয়েছে ১৫ সদস্যের এই পরিষদ। রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এ সময় দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এখন দেশের দায়িত্ব বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে ২০ বছর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষমতা হারানো তালেবান।

Back to top button