আন্তর্জাতিক

ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের আরও একটি দেশ পর্তুগাল

আন্তর্জাতিক ডেস্ক:, ভয়াবহ দাবানলে পুড়ছে পর্তুগালের আলজার্ভি এলাকার বিস্তীর্ণ এলাকা। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে আবাসিক এলাকাগুলোতে। ঝুঁকিতে রয়েছে বেশ কয়েকটি গ্রাম।

প্রাণহানি এড়াতে এরইমধ্যে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে দিন রাত কাজ করছেন ফায়ার সার্ভিসের চার শতাধিক কর্মী। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, দাবদাহ এবং বাতাসের তীব্র গতির কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে।

গ্রিসের দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। নতুন নতুন এলাকায় ছড়িয়েছে দাবানল। ইসরায়েলের জেরুজালেমেও জ্বলছে আগুন। পুড়ে গেছে বেশ কয়েকটি বাড়িঘর। বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু পরিবার।

এদিকে, রাশিয়াতে টানা কয়েক দিন ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগামী সপ্তাহ থেকে গোটা অঞ্চল পুনর্গঠনের কথা জানিয়েছে রুশ সরকার।

Back to top button