আন্তর্জাতিক

বন্যায় মেক্সিকোর এক হাসপাতালে ১৭ রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বর্ষণ ও এর জেরে সৃষ্ট বন্যায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি হাসপাতালে কমপক্ষে ১৭ রোগীর মৃত্যু হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় হিদালগো প্রদেশের একটি হাসপাতালে এই ঘটনা ঘটে।

মেক্সিকোর কর্মকর্তারা বলছে, প্রবল বর্ষণ ও এর জেরে সৃষ্ট বন্যার কারণে নদীর পানি উপচে হিদালগো প্রদেশের তুলা শহরের একটি হাসপাতালে ঢুকে পড়ে এবং এতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। পরে রোগীদের এই মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মৃত রোগীদের মধ্যে কয়েকজন করোনা রোগীও রয়েছে। যারা হাসপাতালের সরবরাহ করা অক্সিজেনের ওপর নির্ভরশীল ছিলো। হাসপাতালে বন্যার পানি ঢুকে পড়ার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে তারা মারা যায়।

বিবিসি জানিয়েছে, স্থানীয় একজন প্রাদেশিক গভর্নরকে বহনকারী একটি নৌকা নদীতে ডুবে গেছে।

হিদালগো প্রদেশের বিভিন্ন স্থানজুড়ে ৩০ হাজারের বেশি মানুষ বর্তমানে বন্যাপীড়িত। এছাড়া উত্তর মেক্সিকোর আরেক শহর একাটেপেকে পৃথক বন্যায় দু’জন মারা গেছে।

Back to top button