বিজ্ঞান-প্রযুক্তি

মার্চে তরঙ্গ নিলাম -বিটিআরসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: মোবাইল অপারেটরগুলোর সক্ষমতা বৃদ্ধিতে আগামী বছরের মার্চ মাসে তরঙ্গ (স্পেকট্রাম) নিলাম হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

২.৩, ২.৬ এবং ৩.৫ মেগাহার্টজের তরঙ্গ নিলাম করবো আগামী মার্চ মাসে; যেটা আমাদের এ বছরের ডিসেম্বরে করার কথা ছিল।

টেলিকম বিটের সাংবাদিকদের সংগঠন টিআরএনবি’র সদস্যদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) রমনায় বিটিআরসি ভবনে মতবিনিময়কালে কমিশনের চেয়ারম্যান একথা জানায়।

বিটিআরসি চেয়ারম্যান জানায়, আমরা মোবাইল অপারেটরদের কাছ থেকে পজেটিভ সাড়া পাইনি। তাদের বক্তব্য হলো, এ বছরের মার্চ মাসে আমরা অনেকগুলো টাকা তরঙ্গ নিলামের পেছনে ইনভেস্ট করেছি। এখন আবার তরঙ্গ কিনতে হলে আমাদের জন্য ওভার বার্ডেন। এজন্য সহনীয় পর্যায়ে রাখতে আমরা মার্চে যাচ্ছি।

স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক শহিদুল আলম বলেন, ২.৩, ২.৬ এবং ৩.৫ স্প্রেকট্রামে যথাক্রমে ৬৫ মেগাহার্টজ, ১০০ মেগাহার্টজ এবং ৪০০ মেগাহার্টজ নিলামের জন্য প্রস্তুত আছি।

Back to top button