অর্থ-বাণিজ্য

২৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের জানুয়ারি থেকে জুন সময়ের জন্য সৌদি আবর ও সিঙ্গাপুর থেকে ২৮ লাখ ৯০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্তি মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ১৫ হাজার ৯৫ কোটি টাকা।

গতকাল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদ দেওয়া হয়।

সভায় অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক ২০২২ পঞ্জিকাবর্ষে আবুধাবি, সৌদি আরব থেকে ১৬ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) ৭ হাজার ৪৬৭ কোটি ৬ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক ২০২২ সালের (জানুয়ারি-জুন) সময়ের জন্য সিঙ্গাপুরের প্যাকেজ-এ’তে পেট্রোচায়না ইন্টারন্যাশনাল, প্যাকেজ-বি, ডি ও ই’তে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এবং প্যাকেজ-সি’তে সিঙ্গাপুরের ভিটো এশিয়া পিটিই লিমিটেড থেকে সর্বমোট ১২ লাখ ৯০ হাজার মে.টন জ্বালানি তেল ৭ হাজার ৬২৭ কোটি ৪ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

Back to top button