জাতীয়

শীতে অস্বাভাবিকতা, ফের কাটলো শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক: এবার অস্বাভাবিক আচরণ করছে শীত। দু-দিন শৈত্যপ্রবাহ থাকার পর ফের তা কেটে গেছে। স্বাভাবিকের চেয়ে বেশি থাকছে রাতের তাপমাত্রা। পৌষের মাঝামাঝি পেরিয়ে গেলেও শীতের তীব্রতা নেই। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামছে না, নামলেও দু-একদিনের মধ্যেই তা আবার চলে যাচ্ছে।

গত শুক্রবার (৩১ ডিসেম্বর) দেশের কুড়িগ্রাম ও পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ দেখা দেয়। শনিবার (১ জানুয়ারি) কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ কাটলেও নতুন করে যুক্ত হয় মৌলভীবাজার। কিন্তু রোববার দেশের কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহ বইছে না বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

যদিও রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে একটি জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে তাকে নিয়মানুযায়ী শৈত্যপ্রবাহ বলতে নারাজ আবহাওয়া দপ্তর।

এর আগে ১৯ ডিসেম্বর ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হয়। কিন্তু দুই দিনের ব্যবধানে তা-ও দূর হয়ে যায়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ বলেন, ‘রোববার তাপমাত্রা শুধু শ্রীমঙ্গলে ১০ ডিগ্রির নিচে। শুধু একটি স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হলে তাকে শৈত্যপ্রবাহ বলা যায় না। আপাতত তাপমাত্রা মোটামুটি এমন থাকবে। আগামী ৪/৫ তারিখের (জানুয়ারি) দিকে তাপমাত্রা কমতে পারে।’

এই আবহাওয়াবিদ বলেন, ‘বাংলাদেশের ওপর একটা সার্কুলেশন বা ঘূর্ণিবায়ু (লঘুচাপ) আছে। বাংলাদেশে ঢুকে বায়ুটা বের হচ্ছে না। আগামী ৪/৫ তারিখের দিকে সার্কুলেশনটা থাকবে না, ঠান্ডা বাতাস ঢুকবে। তখন শীত বাড়বে। তখন হয়তো আবার শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।’

এখন দেশের বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা রয়েছে জানিয়ে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ বলেন, ‘গতকাল দেশের বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। দিনের তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে কম রয়েছে। রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমলে শীতের তীব্রতা বাড়তো।’

তিনি বলেন, ‘রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকার কথা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।’

রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এসময়ে সারাদেশের রাতের অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

Back to top button