বিবিধ

৫১৭ নদী-খালের খনন কাজ শেষ হবে ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক:  দেশের বিভিন্ন জায়গায় ৫১৭টি নদী ও খালের খনন কাজ চলছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই এসব খননকাজ শেষ হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। গতকাল বৃহস্পতিবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর এলাকায় নদী খননের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, দেশের পানির স্তর প্রতিনিয়ত নিচে নেমে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ডেল্টা প্ল্যানের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় ৫১৭টি নদী ও খাল খনন করা হচ্ছে। এর ফলে পানির স্তর আবারও ওপরে উঠে আসছে। এতে আর্সেনিক থেকে শুরু করে নানা সমস্যার সমাধান মিলবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নদী ও খাল খননের প্রথম পর্যায়ের কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হবে। দ্বিতীয় ফেজে দেশের আরও তিন হাজার ছোট খাল ও নদী খননের কাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলেই নদীগুলো আবার নব্যতা ফিরে পাবে।

Related Articles
Back to top button