বঙ্গবন্ধুর হত্যাকারীরা পতাকা উড়িয়ে মন্ত্রিত্ব করেছে -আইনমন্ত্রী

বি-বাড়িয়া সংবাদদাতা: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ ছিল রাজাকার- আল শামসদের ঘাঁটি। তারা দেশটাকে চালাত। যারা মা-বোনদের ইজ্জত নিয়েছে, বাবা-ভাইকে হত্যা করেছে; তারা বাংলাদেশের পতাকা উড়িয়ে মন্ত্রিত্ব করেছে।
শুক্রবার কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, তারা ইউরোপে ভিক্ষার থলি নিয়ে যান। সে থলি যতক্ষণ না ভরতো ততক্ষণ বাংলাদেশের বাজেট ঘোষণা হতো না। দুই মিলিয়ন ডলার দিলে বাংলাদেশের বাজেট হতো দুই.এক মিলিয়ন ডলার। এ টাকা এনে ওনাদের পকেট আর ভ্যানিটি ব্যাগ ভরতো। শেখ হাসিনা আসার পর বাংলাদেশ উন্নয়ন দেখেছে।
আইনমন্ত্রী বলেন, আমরা যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নকাজে লিপ্ত ছিলাম তখন আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করেন। সে সুযোগ আর পাবেন না। জনগণ সম্পূর্ণ প্রস্তুত। সব ষড়যন্ত্রের জবাব জনগণ দেবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নয়নের সব সূচকে এগিয়ে আছে। বাংলাদেশ যে সারাবিশ্বের অনেক দেশ থেকে ভালো আছে সেটি পাকিস্তান প্রেমীদের পছন্দ হয় না। তারা চায় বাংলাদেশকে দাবায়ে রাখতে। কিন্তু তারা জানে না বাংলাদেশের জনগণকে কেউ দাবায়ে রাখতে পারবে না।