জাতীয়

তেজগাঁওয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেফতাররা হলেন- মো. আলিফ শরিফ ওরফে হৃদয় ও মো. শরিফুল ইসলাম।

শুক্রবার (২৩ ডিসেম্বর) অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা এসব তথ্য জানান।

তিনি বলেন, কয়েকজন মাদক কারবারি মহাখালী থেকে পিকআপযোগে গাঁজা নিয়ে সাত রাস্তার দিকে আসছে- এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাতরাস্তা এলাকার আকিজ সিএনিজি স্টেশন সামনে অবস্থান নেয়। ওই পিকআপ আসলে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিলে পিকআপ রেখে পালানোর সময় হৃদয় ও শরিফুলকে গ্রেফতার করা হয়। পরে পিকআপে তল্লাশি চালিয়ে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পিকআপটিও জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

Back to top button