রেললাইনে বসে হেডফোনে ফোনালাপ, ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন দেহ

নিউজ ডেস্ক: কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে সৈকত মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া শহরতলীর শহরদিঘি এলাকার সান্তাহার-বোনারপাড়া রেলপথে এ ঘটনা ঘটে।
নিহত সৈকত বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়ার খোরশেদ মিয়ার ছেলে। তিনি বগুড়া তিন মাথা রেলগেট এলাকায় বাফার গোডাউন শ্রমিকের কাজ করতেন।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সৈকত নামের ওই ব্যক্তি রেললাইনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। ওই সময় সান্তাহার থেকে লালমনিরহাট অভিমুখী পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ওই সময় রেললাইনের পাশ থেকে তার ভাঙা মোবাইল সেট, মানিব্যাগ ও হেডফোন উদ্ধার করেছে পুলিশ। মানিব্যাগে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ।
এসআই আমিনুল জানান, সৈকতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।