আন্তর্জাতিক

জাপোরোজিয়ের আঞ্চলিক রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে রুশ সেনা

আন্তর্জাতিক ডেস্ক: মস্কোর বাহিনী ইউক্রেনের জাপোরোজিয়ে অঞ্চলের রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে। তারা ইতিমধ্যে ওই অঞ্চলের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে।

শহরদুটির মধ্যে একটি হচ্ছে ওরিখিভ, যা ইউক্রেনের নিয়ন্ত্রিত আঞ্চলিক রাজধানী জাপোরোজিয়ে থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দক্ষিণে অবস্থিত এবং অপরটি হচ্ছে আরও পূর্বে অবস্থিত শহর হুলিয়াইপোল।

এদিকে, যুক্তরাজ্য বলেছে যে তারা এখনও ইউক্রেনকে জার্মান-তৈরি ট্যাঙ্ক সরবরাহ করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি চায়। কারণ কিয়েভ বলেছে যে, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাদের এটির প্রয়োজন কিন্তু যার স্থানান্তরের জন্য বার্লিনের সম্মতি প্রয়োজন।

অন্যদিকে, লাটভিয়া, এস্তোনিয়া এবং লিথুয়ানিয়া একটি যৌথ আহ্বান জানিয়েছে জার্মানির নেতৃত্ব বাড়াতে এবং ইউক্রেনে তার প্রধান যুদ্ধ ট্যাঙ্ক পাঠাতে।

সূত্র: আল-জাজিরা।

Back to top button