আইন-আদালত

১২ বছরে কাতারে হতাহত শ্রমিকের তালিকা নিরূপণের আদেশ স্থগিত

নিউজ ডেস্ক: কাতারে শেষ হওয়া ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামসহ বড় সব স্থাপনা ও উন্নয়নকাজে ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কতজন বাংলাদেশি শ্রমিক হতাহত হয়েছেন তা নিরূপণে পদক্ষেপ নিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণলায়কে হতাহতদের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছিল।

বুধবার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহীমের চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

রিট আবেদনকারী আইনজীবী মাসুদ আর সোবহান আদেশের বিষয়টি  নিশ্চিত করেছেন।

Back to top button