জাতীয়

ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

নিউজ ডেস্ক: জয়পুরহাটের ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। তাকে গুরুতর অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ক্ষেতলাল উপজেলার মালিপাড়া এলাকার জয়পুরহাট-ক্ষেতলাল সড়কের এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল হাসান।

নিহতরা হলেন-সিএনজি চালক ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারের আমজাদ হোসেন (৪২),শাখারুঞ্জ চৌধুরীপাড়া মহল্লার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিস হোসেন, ক্ষেতলাল খাদ্যগুদাম মহল্লার গৃহবধূ শাহনাজ পারভিন (৪৫), উপজেলার বিআরডিবি অফিসের মাঠকর্মী শাহিনুর আক্তার (৩৮), নসীরপুর সাদরালপাড়া জামে মসজিদের ইমাম নওগাঁর ধামুরহাটের বাসিন্দা সিরাজুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন জানান, জয়পুরহাট থেকে চালকসহ ছয় জন যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশা ক্ষেতলাল যাচ্ছিল। উপজেলার মালিপাড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটো রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আহত ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন জাহানকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Back to top button