রাজনীতি
সার্চ কমিটিকে আ.লীগের নামের তালিকা

নির্বাচন কমিশন গঠন নিয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সার্চ কমিটিকে নামের তালিকা জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১টায় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদের কাছে তালিকা জমা দেন দলের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।
তিনি বলেন, নাম দেওয়া উপলক্ষে সোমবার (৩০ জানুয়ারি) দলের সভাপতি শেখ হাসিনার সরকারি বাস ভবন গণভবনে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতি উপস্থিত সবাইকে ৫টি করে নাম জমা দিতে বলেন। সেই নামের ভেতর থেকে ৫ জনের নাম বাছাই করা হয়। পরে দলের সাধারণ সম্পাদকের মাধ্যমে খামে ঢুকিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়। আমি সেই খামটি জমা দিয়েছি।
কোন বিষয় মাথায় রেখে নাম বাছাই করা হয়েছে এমন প্রশ্নের জবাবে গোলাপ বলেন, ব্যাকগ্রাউন্ড, যোগ্যতা, সততা ও মুক্তিযুদ্ধের চেতনাকে নাম বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে।