জাতীয়

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে: আইজিপি

নিউজ ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বলেছেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে।’

সোমবার (২৭ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘নির্বাচন কমিশনারের অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে এটা চূড়ান্ত। আর কমিশন আমাদের যে দায়িত্ব দিবে, তা পালনে আমরা প্রস্তুত আছি।’

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের প্রচলিত আইনের আলোকে আমরা প্রশিক্ষণ গ্রহণ করে থাকি। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে ইতিপূর্বে আমরা আইন-শৃঙ্খলা জনিত বহুবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।’

Back to top button