জাতীয়

গুলিস্থানে বিস্ফোরণ: ১৬ জনের লাশ হস্তান্তর

নিউজ ডেস্ক: পুরান ঢাকার সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত ১৮ জনের মধ‌্যে ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৮ মার্চ) সকালে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত লাশগুলো হস্তান্তর করা হয়।

তিনি জানান, সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল থেকে ১৬ জনের মরদেহ পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৫০ হাজার, গুরুতর আহতদের পরিবারকে ২৫ হাজার ও সামান্য আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের সাত তলা ওই ভবনে বিস্ফোরণ ঘটে। ভবনে থাকা বিভিন্ন দোকানের কর্মচারীদের পাশাপাশি সামনে রাস্তায় থাকা যানবাহনের যাত্রী ও পথচারীরাও হতাহত হন।

Back to top button