নিরূপায় কৃষকরা ঝুঁকছে তামাক চাষে

নীলফামারী: মানব শরীরের জন্য ক্ষতিকর জেনেও লাভজনক ফসল তামাক চাষে ঝুঁকে পড়ছে নীলফামারীর কৃষকরা। গত মওসুমে বোরো আর এবারে আমনের লোকসান পুষিয়ে নিতে বিকল্প ফসল হিসেবে তামাককেই বেছে নিয়েছে তারা। কৃষকরা ভালো ফলন ফলাতে সার প্রয়োগ, নিড়ানি আর ক্ষেত পরিচর্যায় পার করছেন ব্যস্ত সময়।
শস্যভাণ্ডারখ্যাত নীলফামারীর কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যই তাদের জীবন-জীবিকার একমাত্র আয়ের উৎস। গেল মওসুমে বোরো ধানের ন্যায্য দাম না পাওয়ায় তাদের গুনতে হয়েছে লোকসান। সংসার সামলাতে করতে হয়েছে ধার-দেনা। এবারে আমন আবাদ করে শোধ করবে ধার-দেনা, ফিরিয়ে আনবে সংসারে সচ্ছলতা এমন আশার গুড়েও পড়েছে বালি। দুটি ফসলের লোকসানে ভেঙে গিয়েছে তাদের কোমর। অবশেষে চলতি মওসুমে বোরো ধানের আবাদ থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছে কৃষকরা। বাধ্য হয়ে লোকসান জেনেও পুষিয়ে নিতে ঝুঁকে পড়েছে তামাক চাষে।
নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের লক্ষ্মীচাপ গ্রামের কৃষক শ্রী হরেন্দ্র নাথ রায়, নলিনী মোহন রায়, সন্তোষ কুমার বলেন, ‘গেল বছর ইরি আর এ বছর আমন ধান আবাদ করি হামরা তো ন্যায্য দাম পাইনো না। দুইটা ফসলোত উঠিল না আবাদের খরচা। কিষষি ছাড়া হামার টাকা পাইসা ধরার কোনো আস্থা নাই। হামরাতো শ্যাষ হয়া গেইনো। বাধ্য হয়া এবার তাংকু আবাদোত ধচ্ছি। খচ্চা-বচ্ছা দিয়া দোনে (৩০ শতক) কম করি ১০ থাকি ১২ হাজার টাকা নাভ থাইকবে। তাংকু ইঠে ওই ভুইয়োত পাট আবাদ করমো। সেঠেও ১৪ থাকি ১৫ হাজার টাকা নাভ থাইকবে।
জলঢাকা উপজেলার শিমুলবাড়ির কৃষক আজিজার রহমান, সেকেন্দার আলী, সোবরাদু মামুদ বলেন, ‘আমন ধান কাটিয়া ইরি আবাদ কইল্লে ফসল হয় ওই একটায়। সেই ধানোত তো লোকসান। খরচা টাকাও উঠে না। আর ইরি আবাদ না কইল্লে ফসল হয় দুইটা তাংকু আর পাট। এই দুইটা ফসলোত লোকসান হয় না। ভালই লাভ হয়। এইজন্য হামরা ইর আবাদ ছাড়ি দিছি।’
নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মো. ইদ্রিস জানান, গত দুই বছর থেকে ধানে লোকসান গুনেছে কৃষকরা। ধানের ন্যায্য দাম পেলে তারা বিড়ি, সিগারেট, গুল ও জর্দার প্রধান উপকরণ তামাক আবাদে ঝুঁকে পড়তো না।
কৃষি কর্মকর্তা ইদ্রিস আরো জানান, গত বছর নীলফামারী জেলায় প্রায় ৪ হাজার হেক্টর জমিতে তামাক আবাদ হয়েছিল। কিন্তু এবারে তা ৭ হাজারে এসে দাঁড়িয়েছে। সরকারিভাবে তামাক আবাদে নিরুৎসাহিত করা হলেও ধানের দাম না হচ্ছে তার উল্টোটা। বাড়ছে মানব শরীরের জন্য ক্ষতিকর উপাদান তামাকের আবাদ।